শহীদ এ এইচ এম কামরুজ্জামানের মাজারে শ্রদ্ধা জানালেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতারা
আপডেটঃ ১:০৯ অপরাহ্ণ | অক্টোবর ২৮, ২০২০

নিউজ ডেস্কঃ
শহীদ এ এইচ এম কামরুজ্জামান মাজারে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নির্বাচিত জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর কুতুব আলম মান্নান ও প্রচার প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান।২৬ অক্টোবর সোমবার রাজশাহী মহানগর শ্রমিক লীগের সকল স্তরের ও সকল দপ্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে, জাতীয় এই নেতার মাজারে ফুলের ডালা অর্পন, ফাতেহা পাট ও মোনাজাত করা হয়।মোনাজাতে অংশ গ্রহন করেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মাহফুজ আলম (লোটন), যুগ্ন সাধারণ মোস্তাক হোসেন, জাতীয় শ্রমিকলীগের মহানগর সভাপতি বদরুজ্জামান খায়ের, জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল্লাহ খাঁন, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, রেল শ্রমিক লীগ নেতা ওয়ালী খাঁন, মোতাহার হোসেন, এম এ আক্তার,জহুরুল ইসলাম,আইনুল হক, দেবুব্রত সিনহা,ইকবাল হোসেন,হাবিবুর রহমান হবি।হান্নান , শরিফ আলী মুনমুন, মোজাহার ,মনোয়ার ,আব্দুল সালাম ,মেসবাউল হক,রাসেদ ,সেলিম রেজা (বাইরোন) রফিকুল,নাইম বাবু,শরিফুল ইসলাম সাগোর ,হুমায়ন কবির লালু ,সালাউদ্দিন ,ফিরোজ ,জামাদুল ,পানি উন্নয়ন বোর্ডের আকতার,আনোয়ার, হাসান ,মামুন সহ আরও অনেকে।
IPCS News /রির্পোট, আবুল কালাম আজাদ।