১১৬ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যব-৫
আপডেটঃ ৩:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০২০

নিউজ ডেস্কঃ
সংবাদের ভিত্তিতে ০৬ সেপ্টেম্বর সকাল ৭ টায় , রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর নাউদাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে।এ অভিযানে, ফেন্সিডিল-১১৬ বোতল, মোবাইল -০১ টি, সিম কার্ড-০২ টি সহ মাদক ব্যবসায়ী মোঃ রতন (২৫), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং-মোক্তারপুর আন্দারপাড়া , থানা- চারঘাট, জেলা-রাজশাহী’কে হাতেনাতে আটক করে র্যব।র্যব-৫ এর পাঠানো ই- বার্তায় এ তথ্য জানা গেছে।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
IPCS News /রির্পোট, আবুল কালাম আজাদ।