দিনাজপুরে আব্দুর রহিম সুপার মার্কেট কমিটির আয়োজনে মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠিত
আপডেটঃ ৪:৫৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০২০

নিউজ ডেস্কঃ
দিনাজপুর শহরোস্থ বাহাদুর বাজারের প্রাণকেন্দ্র আব্দুর রহিম সুপার মার্কেট কমিটির আয়োজনে মরহুম আলহাজ্ব জিল্লুর রহিম (পল্টু) ও তার স্ত্রী মরহুমা মোছাঃ শরিফা খাতুনের স্মরণে মাগরিবের নামাজের পর মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।আব্দুর রহিম সুপার মার্কেট কমিটির সভাপতি আহমেদ আসফার মতুর্জা ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাধীনের সার্বিক তত্বাবধানে মিলাদ ও দোয়া খায়ের উদযাপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মার্কেটের দপ্তর সম্পাদক শাহ আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জমান সাজু, সদস্য ঈমান আলী, গুলজার হোসেন, মো.আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. ওয়াসিম, প্রচার সম্পাদক মো. আফজাল হোসেন মুরাদ, সদস্য এস.এন.আকাশ, জনিসহ মার্কেট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য মার্কেটের সভাপতি-সাধারণ সম্পাদগণও উপস্থিত ছিলেন।মিলাদ ও দোয়া খায়েরটি সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম স্বাধীন।বক্তারা বলেন, আব্দুর রহিম সুপার মার্কেটের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব জিল্লুর রহিম (পল্টু) ও তার স্ত্রী মরহুমা মোছাঃশরিফা খাতুন জীবন দশায় ভাল লোক ছিলেন।গত সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টায় পল্টুর মৃত্যুতে গোটা মার্কেটে শোকের ছায়া নেমে আসে।তাঁর মৃত্যুতে মার্কেটের অপূরণীয় ক্ষতি হল।সকলে তাঁদের দু’জনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।মিলাদ ও দোয়া খায়ের শেষে তোবারক বিতরণ করা হয়।
IPCS News /রির্পোট।