শঙ্খর , মোহর বাড়ি থেকেই বিশেষ এপিসোড শ্যুট করলেন তারা
আপডেটঃ ২:০২ অপরাহ্ণ | জুন ০৩, ২০২০

অনলাইন ডেস্ক
এবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহর-এর একটি বিশেষ পর্ব দেখা যাবে।দর্শকরা যাতে বাড়িতে থেকে মনোরঞ্জন থেকে বঞ্চিত না হয় তার চেষ্টা করে যাচ্ছে চ্যানেলগুলি।বেশ কিছু পুরনো ধারাবাহিক ফিরে এসেছে।অথবা চলতি ধারাবাহিকের পুরনো এপিসোড দেখানো হচ্ছে।কিছু জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করছেন তারকারা বাড়ি থেকে।লকডাউনের জন্য বহুদিন আগেই বন্ধ হয়েছে শ্যুটিং।লকডাউনের জন্যই সেটে না এসে বাড়িতে থেকেই মোবাইল ক্যামেরার মাধ্যমে কাজ করেছেন তাঁরা।এই ধারাবাহিকে অভিনয় করেন, সোনামনি সাহা, প্রতীক সেন, নিশান্তিকা দাস, প্রিয়ঙ্কা মিত্র, মধুরিমা বসাক।মোহরের কলেজ রবীন্দ্রজয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে।শঙ্খই চায়, মোহর এই অনুষ্ঠানে যোগ দিক।শঙ্খের বোন দিয়া ও ময়ূরী একটি অন্য পরিকল্পনা করবে।শেষ পর্যন্ত তারা কি সফল হবে! এই নিয়েই তৈরি বিশেষ এপিসোডটি।
এর আগে স্টার জলসাতে কে আপন কে পর-এর বিশেষ এপিসোড এ এক ঘণ্টার পুরো ভিডিওটিই তৈরি হয়েছে বাড়ি থেকে।যেখানে সূর্যর আইবুড়ো ভাতের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে জবা সেনগুপ্তকে এবং নাচ গানও ছিল এই এপিসোডে।
IPCS News / রির্পোট।