স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন।
আপডেটঃ ১:২০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২০

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) পুলিশ লাইন্স, ০৩ ফেব্রুয়ারি ২০২০ সকাল ১০.০০ ঘটিকায় আরএমপিতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের গণকবর ও স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন।উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ পুলিশ সদস্য, ৭১-এ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং রাজশাহীবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।এরপর আরএমপি পুলিশ লাইন্স মাঠে রাজশাহী’র সকল পুলিশ ইউনিটের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার ফোর্সদের বিভিন্ন আবেদন নিবেদন শোনেন এবং দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির বিপিএম, পিপিএম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি’র প্রধান জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম ও রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার) সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
IPCS News /রাজশাহী রির্পোট।