বিশ্ব ভালোবাসা দিবসে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয় মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক।
আপডেটঃ ১১:৫২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০১৯

কিশোরগঞ্জ প্রতিনিধি :
বিশ্ব ভালোবাসা দিবসে দেশের ভিবিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের
সকাল থেকে ভিড় ছিল কিশোরগঞ্জের,
কটিয়াদী,লোহাজুরী ইউনিয়নে অবস্থিত মরুদ্বিপ ৭১ স্বাধীনতা
পার্ক।
মুক্তিযুদ্বাদের ইতিহাস নিয়ে এই পার্কটি নির্মাণ করা হয়।
মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তবে তার জন্য প্রতিদিনিই ভালোবাসা দিবস। এর জন্য আলাদা কোন দিনের প্রয়োজন হয়না।



ভালোবাসার কোনো পরিমান নেই,ভালোবাসার কোনো দিন নেই,
ভালোবাসার কোনো সময় নেই , ভালোবাসা সবার মাঝে অটুট থাকুক সব সময়।
IPCS News-জাকির – রুবেল