বিষমুক্ত ছাদ বাগান গড়তে রাজশাহীতে গার্ডেনার্স অফ বাংলাদেশ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত
আপডেটঃ ১:১২ অপরাহ্ণ | ডিসেম্বর ০৭, ২০১৯

নিউজ ডেস্ক:
শতভাগ বিষমুক্ত ছাদ বাগান গড়তে ফেসবুক ভিত্তিক সংগঠন গার্ডেনার্স’ অফ বাংলাদেশ (Gardeners of Bangladesh) এর প্রথম মিলন মেলা হৈমন্তী আড্ডা পদ্মা নদীর তীরস্থ সীমান্ত নোঙ্গর রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।ডাঃ মোস্তাক আহমেদ ও লাইলা নাসরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর দীপকেন্দ্রনাথ, কৃষিতে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ ডাঃ আব্দুল মান্নান, হাসমত আলী গোলা, এনামুল হক, বিশিষ্ট ছাদ বাগান ওমর ফারুক, গ্রুপের ক্রিয়েটর ও প্রধান কাউসার আল মামুন। আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রভাত মৃধা, মেজবাহ উর রহমান বুলবুল, মহাকালগড় বার্তা ডট কমের সম্পাদক এস এম এ হাসনাত, জিলানী, গ্রুপের এডমিন প্রীতি, মৃদুল, মিজান লামিসা প্রমুখ।অনুষ্ঠানে ছুটির আনন্দ, গোল্লাছুট সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার এবং ফেসবুকে সেরা পোস্টদাতা, সর্বোচ্চ পোস্টদাতা, সর্বোচ্চ কমেন্টকারী অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। পুরস্কার হিসাবে শীতকালীন সবজির চারা, ঔষধি গাছের চারা ও ফুলের চারা ও বীজ বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে রেফেল ড্র ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
IPCS News /রির্পোট