শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ ৮:৩৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২২

নিউজ ডেস্কঃ

শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষে দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮সেপ্টেম্বর-২০২২) বিকেল ৩টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার ২নং প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর-সভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সভাপতি ও পুলহাট রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি রঞ্জিত কুমার দাস, ফুলতলা ও আখড়াবাড়ী পূজা কমিটির সাধারণ  সম্পাদক গৌর চন্দ্র শীল প্রমূখ।

মত-বিনিময় সভায় পৌর শহরের বিভিন্ন পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পৌর-সভার বিভিন্ন শাখার শাখা প্রধান উপস্থিত ছিলেন।পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সমস্যা শুনেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।উল্লেখ্য, এবারে দিনাজপুর পৌর এলাকায় ৪৫ পূজামন্ডপে দূগাপুজা অনুষ্ঠিত হবে।

IPCS News : Dhaka : মাহাবুবুল হক খান : দিনাজপুর।