শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ২০ জন ও মাদক-দ্রব্য উদ্ধার

আপডেটঃ ২:৫৮ অপরাহ্ণ | জুন ২৮, ২০২২

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘন্টায় (২৮-৬-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৫ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০৫ জন ও বাঘা থানা ০৪ জনকে আটক করে।যার মধ্যে ০৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ নাজিমুদ্দিন (৪২) কে ১০লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ২নং মোঃ সেন্টু শেখ (৩৩) কে ১৫গ্রাম গাঁজা, ৩নং মোঃ লুৎফর রহমান (৫১) ও ৪নং শ্রী রিপন হালদার (৩২) কে ২৮গ্রাম গাঁজাসহ আটক করে।চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোসাঃ নাদিরা বেগম (৪৫) কে ০১গ্রাম হেরোইনসহ আটক করে।

বাঘা থানা পুলিশ ১নং মোঃ রিপন মালিথা (২১) কে ২৫০গ্রাম গাঁজা, ২নং মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (৩১) কে ৩৮০গ্রাম গাঁজা, ৩নং মোঃ পিটার আলী (২২) কে ৩১০গ্রাম গাঁজা, ৪নং মোঃ রুবেল আহম্মেদ (২৭) কে ০১গ্রাম হেরোইনসহ আটক করে এবং ১০০লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।