শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার কেন্দুয়ায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেটঃ ৬:৩৫ অপরাহ্ণ | জুন ১৪, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের ভেঙ্গুরা হাওরে সোমবার দুপুরে বজ্রপাতে তাজ্জত আলী (৪০) নামে এক কৃষকের মুত্যু হয়েছে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বৃষ্টিপাত শুরু হলে বড়তলা গ্রামের মৃত রূপচান মিয়ার ছেলে তাজ্জত আলী ভেঙ্গুরা হাওর থেকে গরু আনতে যায়।এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন।পাশ্ববর্তী জমিতে কর্মরত কৃষক রতন মিয়া এ বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে অন্যান্য লোকজন তাজ্জত আলীকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহ্বুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।