শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে সীলগালা করে দিয়েছেন প্রশাসন।

আপডেটঃ ৬:৩৪ অপরাহ্ণ | মে ২৯, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার মদনে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধে উপজেলা সদরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।রোববার (২৯ মে) বিকেলে জাহাঙ্গীরপুর সেন্টারে হাসপাতাল রোড, দেওয়ান বাজার রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারা দেশের মতো মদন উপজেলায় অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরি করে অভিযান চালানো হয়েছে।নিবন্ধনহীন হাসপাতাল রোডের তাপস ডায়াগনস্টিক সেন্টার ও স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে সীলগালা করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।তিনি আরও বলেন, নিবন্ধন পেলে সেগুলো চালু করতে পারবে।এ সময় উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, পুলিশ প্রশাসনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।