শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এস এস সি পাশ রাশির দুটি কিডনি নষ্ট, সে বাচঁতে চায়।

আপডেটঃ ২:৪০ অপরাহ্ণ | মে ১১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা প্রতিনিধিঃ আমি আর ব্যথার যন্ত্রনা সইতে পারছি না।মা আমাকে বিশ এনে দাও।এভাবেই মায়ের কাছে আকুতি জানিয়েছেন রাশি আক্তার (১৫) দুটি কিডনি নষ্ট টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না।সে উপজেলার বালালী গ্রামের ভ্যানচালক মো মোলামিন খানের মেয়ে।২০২১ সালে বালালী বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেও কলেজ ভর্তি হতে পারেনি।প্রায় ১বছর যাবত অসুস্থ হয়ে বিছানায় পরে আছে।সামান্য ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই।যে গুলি ছিল সব বিক্রি করে চিকিৎসা খাতে ব্যয় করছেন তার বাবা ভ্যানচালক মোলামিন খান।প্রতি সপ্তাহে দিতে হয় দুই ব্যাগ রক্ত।সেখানে খরচ হয় ২৫ হাজার টাকা।এছাড়া একদিন পর পর ডায়ালাইসিস করতে হয়।সেখানেও খরচ করতে হয় ৫ হাজার টাকা।বর্তমানে টাকার অভাবে মেয়েরি নিজ বাড়িতেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

মেয়ের মা রিপনা বেগম জানান, গত কয়েক দিন যাবত আমার মেয়ে আর বিছানা থেকে উঠতে পারছে না।সে বার বার বলছে মা আমাকে বিষ এনে দাও, আমি আর বাচঁতে চাই না।এ দিকে মেয়েটির বাবা মোলামিন খান বলেন, আমার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে মেয়েকে বাঁচানোর জন্য চেষ্টা করছি।এখন দিন দিন মেয়ের অবস্থা দুর্বল হচ্ছে।

আমার মেয়েকে বাঁচানোর মত আর কোন পথ নেই।মেয়েকে বাচাঁতে হলে উপজেলার প্রশাসন সহ সমাজের উদার বিত্তশালীরা যদি আমার মেয়েকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন তাহলে হয়তো বাচাঁনোর সম্ভব হতো। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।