মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ৩০ জন ও মাদকদ্রব্য উদ্ধার

আপডেটঃ ২:২০ অপরাহ্ণ | মে ১০, ২০২২

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘন্টায় (১০-৫-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২, বাগমারা থানা ১০ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ০১ ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৬ জনকে মাদক-দ্রব্যসহ ১৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী থানা পুলিশ ১নং মোঃ সিহাব আলী (২৯), ২নং মোঃ আলমগীর (৩৫), ৩নং মোঃ শাহিন আক্তার (৩৩) গণকে ১৬০ গ্রাম গাঁজাসহ ও ৪নং মোঃ আব্দুল খালেক (৬২) কে ৫০ লিটার চোলাই মদসহ আটক করে।তানোর থানা পুলিশ ১নং মোঃ কামাল হোসেন (৫২) ও ২নং মোছাঃ নাসিমা খাতুন (৫০) দ্বয়কে ০১ কেজি গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।