মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় ফিসারী করার লক্ষ্যে প্রতিপক্ষের পৈত্রিক জমির ফসল বিনষ্ট ও বেদখলের অভিযোগ

আপডেটঃ ১১:০০ পূর্বাহ্ণ | এপ্রিল ২০, ২০২২

নিউজ ডেস্কঃ

ফিসারী করার লক্ষ্যে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে পাড় (জাঙ্গাল) তৈরীর নামে প্রতিপক্ষের পৈত্রিক জমির ফসল বিনষ্ট ও বেদখলের অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া রামপুর গ্রামের পিছনের রৌহা বিলে।লিখিত অভিযোগে প্রকাশ, দুগিয়া রামপুর গ্রামের আলেফ উদ্দিন ১৯৮৪-৮৫ সনে রৌহা বিলে ২.০৫ একর জমি ক্রয় করে সেখানে চাষাবাদ করে আসছিল।তার মৃত্যুর পর পুত্র আলতাবুর রহমান সে সব জমি বর্গা চাষী দিয়ে চাষাবাদ ও ভোগ দখল করে আসছে।পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুল হেকিমের পুত্র ফিরোজ মিয়া ও মৃত আব্দুল মন্নাফের পুত্র সবুজ মিয়া গত ১৪ এপ্রিল রাত ৮টার দিকে আলতাবুর রহমানের স্বত্ত্ব দখলীয় জমির পাশে ফিসারী করার লক্ষ্যে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে পাড় (জাঙ্গাল) তৈরীর নামে জমির ফসল বিনষ্ট ও প্রায় ৭০ শতাংশ (৭ কাটা) জায়গা বেদখল করে চলেছে।

এ ব্যাপারে বর্গা চাষীরা আলতাবুরকে জানালে সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকেই সে অনেকটা নিরাপত্তাহীনতায় ভূগছে।আলতাবুর রহমান গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে বিষয়টি জানিয়ে ন্যায় বিচার না পাওয়ায় গত ১৬ এপ্রিল নেত্রকোণা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বিবাদীগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

এ ব্যাপারে সবুজ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই জমি আমাদের।আমাদের হাতে কাগজপত্র রয়েছে।অভিযুক্ত ফিরোজ মিয়া বলেন, জমির মা বাপ হচ্ছে কাগজ।তিনি সঠিক কাগজপত্র দেখাতে পারলে আমরা তাকে জমি দিয়ে দেব।স্থানীয় ইউপি সদস্য মুখলেছুর রহমান জানান, ফিসারীর পাড় বাঁধার কারণে কিছু মাটি তার জমিতে পরে সামান্য ফসল নষ্ট হয়েছে।

আমি এলাকার গস্যমান্য ব্যাক্তিদের নিয়ে দরবারের মাধ্যমে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছি।কিন্তু আলতাবুর দরবারে আসে না।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা ।