শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে বাদীকে এস আইয়ের সামনেই বিবাদীর লোকজনের আক্রমণ।

আপডেটঃ ৪:১২ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রীর ইউনিয়নে গোবিন্দশ্রী গ্রামের মৃত আবুচানের ছেলে মোঃ আবুল হোসেন এর নিজ বোরো জমি কেটে নিবে বলে বিবাদী রইছ উদ্দিন (৬৫) হুমকি দেওয়ায় গত ৩০-৩-২০২২ নেত্রকোনা পুলিশ সুপারের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।এরই প্রেক্ষিতে মদন থানার এস আই মাসুদ জামালী বৃহস্পতিবার বিকালে গোবিন্দশ্রী  হাওর বোরো জমি পরিদর্শন করতে গেলে সেখানে বাদী বিবাদী লোকজন উপস্থিত হন।তখন এস আই মাসুদ জামালী বলেন আপনারা বাদী বিবাদীর পক্ষের লোকজন এখান থেকে চলে যান।আমি তৃতীয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলব।তখন বাদী আবুল হোসেন এস আই মাসুদকে বলেন,স্যার এখানে একজন বিবাদীর লোকজন দাড়িয়ে আছে,বলার সঙ্গে সঙ্গে এস আইয়ের সামনেই বাদীকে বিবাদী রইছ উদ্দিন (৬৫) ও তার লোকজন লাঠি দিয়ে আক্রমনের চেষ্টা করে।

পাশে থাকা লোকজন সহ এসআই মাসুদ জামালী বাঁদিকে উদ্ধার করে।ঘটনা বিষয় জানতে চাইলে এস আই মাসুদ জামালী এ প্রতিনিধিকে জানান, সেখানে বাদী বিবাদীর লোকজনের সাথে কথার কাটাকাটি হয়েছিল।সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।

এবং বাদী বিবাদীকে বলছি বাড়াবাড়ি না করে শান্ত থাকার জন্য।সরেজমিনে তদন্ত করে জমির ধান কাটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা