শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মিথ্যা মামলায় হয়রানি, সংবাদ সম্মেলন

আপডেটঃ ১২:১৯ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর প্রতিনিধি: সরকারি ও মালিকানা জমি জবর দখল, টেন্ডারবাজী, লুৎতরাজ, কখনও জাতীয় পার্টি, কখনও বিএনপি আবার কখনও আওয়ামী লীগ দলে যোগ দিয়ে চুটিয়ে এই অপতৎপরতা জনবিরোধী কার্যক্রম অব্যাহত রেখে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন রেজাউল ইসলাম রেজা।দিনাজপুর সদর ১নং চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত নয়নপুর এলাকাবাসী ভয়ে তার বিরুদ্ধে কথা বলতেও সাহস পাননা।যদিও কেউ এই সবের কথা বলেন তাদের ভাগ্য জুটে ডজন ডজন মামলা।এমনটাই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সম্মুখে জানালেন তৌফিকুল ইসলাম তুর্য্য।৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় নিমতলা প্রেসক্লাবে রেজাউর ইসলাম রেজা’র বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযুক্ত তৌফিকুল ইসলাম তুর্য্যে এবং বিভিন্নভাবে হয়রানী শিকার এলাকাবাসীর পক্ষে মোঃ সোহেল রানা, মোঃ সুমন ইসলাম, জয়নুল রহমান, মোঃ ওয়ালিউল ইসলাম, নাজমুল ইসলাম নাজু এ সংবাদ সম্মেলন করেন।

এলাকার সন্ত্রাসের রাজত্ব কায়েমকারী ওই ব্যক্তির নাম রেজাউ ইসলাম রেজা (৫০)।আগাগোড়াই তিনি ডিগবাজী প্রিয় রাজনৈতিক চরিত্রের অধিকারী।এখন আওয়ামী লীগের ভেশ ধরলেও পূর্বের ইতিহাস ভিন্ন।রেজা জার্টি ক্ষমতায় থাকাকালে জাতীয় পার্টি, বিএনপি ক্ষমতায় থাকাকালে বিএনপি, এখন আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগ সেজে বিভিন্নভাবে সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

রেজা শুধু ভ‚মি দখল করেই ক্ষ্যান্ত হননি মসজিদের ইমমামের জমি পর্যন্ত দখল করেছেন।রেজা এলাকার বিভিন্ন মানুষের উপর মিথ্যা মামলা, হয়রানির মাধ্যমে টাকা পয়সা আত্মসাৎ করেছেন।কোন রকম রেজুলেশন, হিসাব ,পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই শুধু গায়ের জরে নয়নপুর জামে মসজিদের সভাপতির পদে বহাল তবিয়েত রয়েছেন।রেজা এতটাই ভয়ংকর যে এলাকার মানুষ তার অত্যাচারে অসহায় হয়ে পড়েছে।

সে ভ‚মিদস্যু, সন্ত্রাসী কার্যক্রম ও নারী ঘটিত ঘটনাসহ বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত।যা যথাযথ তদন্ত করলেই বেড়িয়ে আসবে।রেজা নয়নপুর কবরস্থনের লোকমান সাহেব কর্তৃক অনুদানের ৩ লক্ষ টাকা এবং কবরস্থানের গাছ নিলামে বিক্রয়ের টাকা নয়নপুরবাসী আদায় করতে আজও পারেন নাই।

এছাড়াও নয়নপুর কবরস্থানের প্রায় ১ একর খাস জায়গা সরকারের কাছ থেকে প্রকল্পের নামে হাতিয়ে নেয়ার অপতৎপরতা চালিয়েছেন।ইতিমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুদক, প্রেসক্লাবসহ বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর