শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর পৌর এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করলেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর

আপডেটঃ ৬:২০ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর পৌরসভার আয়োজনে পৌর এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রবিবার (২০ মার্চ) সকাল ১১টায় দিনাজপুর সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে একজন শিশু শিক্ষার্থীকে একটি কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।এ সময় সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল লিনুস কস্তা সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার জেমস্ সরকার, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ জাবেদ আলী, সহকারী শিকক্ষ রিজওয়ানা জাহান, পৌরসভার স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার মোমরেজ সুলতানা মালাসহ সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে।তাই তাদেরকে সুস্থ-সবল ও দক্ষ নাগরিক হিসেবে তৈরী হতে হবে।শিক্ষার্থীরা সুস্থ থাকলে তাদের পক্ষে সব কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।আর এ জন্য সরকারের এই মহৎ উদ্যোগ।

সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল লিনুস কস্তা সিএসসি সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর প্রতিষ্ঠানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের উদ্বোধন করার জন্য পৌর মেয়রকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, ২০ মার্চ রবিবার থেকে ২৬ মার্চ শনিবার পর্যন্ত সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে।

এ উপলক্ষে শহরের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ৫ বছর হতে ১৬ বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থীকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।