শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঔষধ কোম্পানির সেলস ম্যানের মৃত্যু।

আপডেটঃ ৩:৫৪ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন পৌর সদরে গত (৬ মার্চ) ড্রাগ কোম্পানির সেলসম্যান দেওয়ান খসরু ইয়ার চৌধুরী (৬০) মদন পৌর সভার আসকি পাড়ায় নিজ বাসায় রাত ১১.৩০ টাকা ভর্তি ব্যাগ নিয়ে ফেরার পথে চিনতাই কারী কবলে পড়ে চুরিঘাতে গুরুতর যখম হয়।তার আত্ম চিৎকারে প্রতিবেশী লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।তিনি দীর্ঘ ১২ দিন আইসিওতে চিকিৎসারত থাকা অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।এলাকা ও থানা সূত্রে জানা যায়, দোওয়ান খসরু ইয়ার চৌধুরী দীর্ঘ দিন যাবত ড্রাক ইন্টারন্যাশানাল কোম্পানিতে সেলসম্যান পদে চাকুরী করতেন। গত ৬ মার্চ রাতে  প্রতিদিনের মত কাজ শেষ করে নিজ বাসা আসকি পাড়ায় ফিরছিলেন।

উৎ পেতে থাকা চিনতাই কারী সদস্যরা দাঁড়ালো অস্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন।এই ঘটনায় আহত স্রী বাদী হয়ে গত ১০ মার্চ মদন থানায় ১জন আসামী, অঙ্গাত ৩জনকে আসামি করে মামলা দায়ের করেন।এরই প্রেক্ষিতে মদন থানার পুলিশ কবির নামে (২৪) একজনকে আটক করে  নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরন করেন।

মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান,লাছ সুরত হাল করার জন্য ময়মনসিংহ মর্গে আছে,সুরত হাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।গত ১০ মার্চ আহতের স্রী বাদী হয়ে একজনের নাম সহ অঙ্গাত আরও দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এখন সেটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।এবং বাকীদেরকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।