বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অস্ত্র-গুলিসহ ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেফতার

আপডেটঃ ৬:০৩ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০২২

নিউজ ডেস্কঃ

ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।গ্রেফতারকৃতরা হলো মোঃ জাহিদুল ইসলাম সোহাগ, মোঃ বাপ্পী মিয়া, মোঃ রুহুল আমিন, মোঃ রাজু আহম্মেদ ও মোঃ মাসুদ মিয়া।শনিবার (৫ মার্চ ২০২২) সন্ধ্যা ০৭:১০ টায় যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের পশ্চিম পাশের ফুটপাতের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ৩টি চাকু, ১টি ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডক্যাপ, ১টি ব্যাগ, ১টি গামছা ও ২টি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়।উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, কতিপয় লোক কাজলা ফুটওভার ব্রিজের পশ্চিম পাশের ফুটপাতের উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে মর্মে তথ্য পাওয়া যায়।

অস্ত্র-গুলিসহ ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেফতার

এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশ বেশে ঢাকা ও গাজীপুর মহানগর এলাকায় অবস্থান নেয়।পরবর্তী সময়ে চাকুরীজীবি ও ব্যাবসায়ীদের টার্গেট করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব নিয়ে নেয়।

তিনি আরো বলেন, পুলিশের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত সোহাগের নামে ডিএমপির দারুসসালাম থানায় অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আরো দুটি মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

IPCS News : Dhaka : নিউজ : ডিএমপি মিডিয় সেল।