শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার দূর্গাপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ ২:২৯ অপরাহ্ণ | মার্চ ০১, ২০২২

নিউজ ডেস্কঃ

মহান স্বাধীনতার মাস উপলক্ষে নেত্রকোণার দূর্গাপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শির্ষক এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১২টায় তেরী বাজারস্থ মিনিপার্ক প্রাঙ্গনে দূর্গাপুর পৌরসভা এই আলোচনা সভা আয়োজন করে।দূর্গাপুর পৌরসভার প্যানেল মেয়র -১ মশিউজ্জামান বাদলের সভাপতিত্বে সাংবাদিক ধনেশ পত্র নবিশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আলা উদ্দিন। 
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, পৌর সচিব মোঃ তৌহিদুল ইসলাম, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল ভান্ডারিসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় মেয়র আলাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না।বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মুক্তিযুদ্ধারা মরন প্রান যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন।তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান বেশি বেশি করে তুলে ধরতে হবে। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোনা।