শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে চলছে বালু লুট

আপডেটঃ ৪:০০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০২, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহীর বাঘায় পদ্মা থেকে বালু লুট করার অভিযোগ উঠেছে।এ বিষয়ে প্রশাসন নিরব, প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ পদ্মা পাড়ের বসবাসকারীদের ।স্থানীয়দের কাছ থেকে  জানা যায়, উপজেলার মীরগঞ্জ ভানুকর পদ্মা নদীর বাঁধ নির্মান এলাকায় কিছু লোকজন নদীতে তিনটি ভেকু নামিয়ে দেদারছে ভরাট বালু উত্তোলন করছেন।এই বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে তোপের মুখে পড়তে হয়েছে স্থানীয়দের বলে জানায় তারা।নদীর তীর রক্ষার জন্য ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লক তৈরীর পাশাপাশি নদীর পাড় স্লোপিং এর কাজ করছেন।যতোটুকু মাটি তোলার দরকার সেটি না করে কতিপয় প্রভাবশালীরা অতিরিক্ত প্রতিদিন শত শত ট্রাক বালু উত্তোলন করছেন।ফলে ব্লক দিলেও হুমকিতে থাকবে এই বাধ এমন অভিযোগ উঠেছে।

চারঘাটের ইউসুফপুর থেকে বাঘার গোকুলপুর ঘাট পর্যন্ত নদীর তীর রক্ষায় ৭২৪ কোটি টাকায় ১২ কিলোমিটার বাঁধ এবং চকরাজাপুর এলাকায় নদী ড্রেজিং করার জন্য আরো সাড়ে তিন কোটি টাকা একনেকে পাশ হয়ে বরাদ্দ অনুমোদন হয়।এগুলোর কাজ করছেন ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান।এ বিষয়ে খন্দকার কন্সষ্টাকশনের ম্যানেজার নুরুনবী বলেন, নদীর পাড় থেকে ২৫ মিটার স্লোপ এবং ৩৫ মিটার ডামপিং হবে।

ডামপিং থেকে কিছু বালু এনে পাড় বাঁধার কাজ করা হচ্ছে।এই ভরাট বালু কিছু মানুষ নিয়ে যাচ্ছে।বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৩১ জানুয়ারী) ঘটনাস্থল দেখেছি।ডামপিং থেকে কিছু বালু এনে পাড় বাঁধার কাজের জন্য রাখা হয়েছে।

সেই ভরাট বালু কিছু ব্যক্তি নিয়ে গেছে।তবে এ বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি।জেলা প্রশাসকের নির্দেশ মতে এ বিষয়ের গঠনকৃত কমিটির সহযোগিতায় ব্যবস্থা নিব।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।