শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী অঞ্চলে গাছে ফুটছে সোনালী মুকুল

আপডেটঃ ২:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২২

নিউজ ডেস্কঃ

আমের রাজধানী খ্যাত, রাজশাহী অঞ্চলের আমবাগানে বাগানে উকি দিতে শুরু করেছে আমের সোনালী মুকুল।এবার সময়ের অনেক আগে থেকেই বাগানে মুকুলের সমরহ দেখা যাচ্ছে।তানোরের প্রায় এলাকাতেই গাছে শোভা ছড়াচ্ছে সোনালী মুকুল।জেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে এমনি চিত্র।তবে চলতি মাসেই সব গাছেই মুকুল দেখা যাবে বলে জানিয়েছেন কৃষি অফিস।গত বছরের ন্যায় এবার অবাহাওয়ার অনুকূলে থাকায় প্রতিটি আমের গাছে গাছে ফুটে উঠেছে আমের সোনালী মুকুল।আম চাষিরা বলছেন ,গত বছরের চেয়ে এবার অনেক বেশি  মুকুল এসেছে গাছে।এবার অবাহাওয়া অনুকূলে রয়েছে।যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় ,তাহলে আম চাষিরা অনেক লাভবান হবে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।