শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মানুষের আয় এবং ক্রয়-ক্ষমতা বেড়েছে: প্রধানমন্ত্রী

আপডেটঃ ১২:৫২ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০২২

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।মানুষের মাথাপিছু আয় এবং ক্রয়ক্ষমতা বেড়েছে।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখন অনেক সচ্ছল হওয়ার সুযোগ পাচ্ছে।কিন্তু আমরা চাই আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে, জাতির পিতা এ দেশকে নিয়ে, এ দেশের মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন— ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বেন, আমাদের লক্ষ্য আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে চাই। ২০০৮ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের দেওয়া নির্বাচনি ইশতেহারের কথা উল্লেখ করে বলেন, তার সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী সব উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করেছে।আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং আমাদের আরও এগিয়ে যেতে হবে, এ লক্ষ্যে আমরা পরিকল্পনা গ্রহন করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা বাস্তবায়ন শুরু করেছি।২০১০ থেকে ২০২০ প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি অর্জন করেছি।আজকে আমাদের লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা।

সে জন্য ২০২১ থেকে ২০৪১ প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং সেটাও বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ ভবিষ্যতে থামাতে পারবে না।আওয়ামী লীগ সরকার এসে রংপুর অঞ্চলের মঙ্গা দূর করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১০ সালে আমরা রংপুর বিভাগ করে দিই।

এখন এই রংপুর উদ্বৃত্ত খাদ্যের অঞ্চল হয়ে গেছে।একসময় খাবারের অভাবে অনেক মানুষ মারা গিয়েছে, মানুষ দেখলে মনে হয়েছে জীবন্ত কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে।এ অবস্থা আমার নিজের চোখে দেখা।আল্লাহর রহমতে এখন আর সেই অবস্থা নেই।দুর্ভিক্ষ তো দূর হয়েছেই, বরং খাদ্য ও উদ্বৃত্ত থাকছে।

IPCS News : Dhaka :