শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

আপডেটঃ ৫:৪৪ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০২২

নিউজ ডেস্কঃ

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৩১ লক্ষ ৮৯ হাজার ৫শত টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে।নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া আজ শনিবার গণমাধ্যমকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ১জানুয়ারি রাত সাড়ে ১২টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৬ নং খারনই ইউনিয়নে অবস্থিত খারনই বিওপির হাবিলদার মোঃ শামসুর রহমান এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাউশাম নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।

তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।এ অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

পরে, বিজিবি‘র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট-৩৬০০ পিস, ভারতীয় স্কীন শাহীন ক্রীম- ৮১০০ পিস, ভারতীয় কিটকাট চকলেট-৩১৫০ পিস এবং ভারতীয় ডার্ক চকলেট-৫২০ পিস জব্দ করা হয়।

যার সর্বমোট সিজার মূল্য-(একত্রিশ লক্ষ উনানব্বই হাজার পাঁচশত) টাকা।জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।