বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ককে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে যুবলীগের মানববন্ধন

আপডেটঃ ১:৫৪ অপরাহ্ণ | ডিসেম্বর ৩০, ২০২১

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা জেলা কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমির হামজা জনিকে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যামামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ আওয়ামী যুবলীগ কলমাকান্দা উপজেলা শাখা আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পাইলট স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধন চলাকালে গরু ব্যাবসায়ী মজিবুর রহমান হত্যাকান্ডে রংছাতী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আমির হামজা জনিকে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে আসামি করার প্রতিবাদে এবং সুষ্ট তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, সহ-সভাপতি  সোহেল রানা, তাজউদ্দিন আহমেদ,আব্দুল ওয়াহাব, নাজিম উদ্দীন, সামছুদ্দিন খান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মাসুদ কবির, সহ সম্পাদক সুজিত ভৌমিক, সম্মানিত সদস্য জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে সুষ্ট তদন্ত পূর্বক মিথ্যা মামলা থেকে জনিকে অব্যাহতি ও প্রকৃত দোষীদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।