কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ বছরের শিশু জিদনীর লাশ উদ্ধার
আপডেটঃ ২:১৩ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০১৯

নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে নিখোঁজের ৩০ ঘন্টা পর ৪ বছরের শিশু জিদনীর লাশ উদ্ধার করে কটিয়াদী থানা পুলিশ।বিকাল ৪ ঘটিকায় নিহত জিদনীকে বাড়ীর পাশবর্তী কলা বাগানের ভেতর ছোট্ট ডুবাই হাত পা কলা গাছের খোসা দিয়ে মুড়ানো পানিতে ডুবানোবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানায় শুক্রবার ভোর ৬ টা থেকে নিখোঁজ ছিল নিহত জিদনী।সারাদিন খোজাখুজিঁর পর না পেয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে এলাকাবাসী প্রচার করে না পাওয়ার পর আজ তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত জিদনী বৈরাগীরচর গ্রামের দিন মজুর হোসেন মিয়ার মেয়ে। এ নিয়ে এলাকায় শোকের মাতাম চলছে।
ছবি:শিশু জিদনীর লাশ উদ্ধার
IPCS News /
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
মোঃ মাসুদুল ইসলাম সবুজ