বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গাড়ি ভাঙচুর-কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেটঃ ৪:২৫ অপরাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২১

নিউজ ডেস্কঃ

যারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং ধানমণ্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তি-প্রস্তর স্থাপন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা গাড়ি ভাঙচুর করছে, খুব স্বাভাবিক ভাবেই সেই দায়িত্ব তাদের ওপর বর্তায়।তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সে ব্যাপারে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।যদি আহত বা নিহত হয়, সে দায়-দায়িত্বটা ও তাদের।তা্ই আইনকে নিজের হাতে তুলে নেবেন না।এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র জাতিকে একটি প্রশ্ন করছি, এই যে আগুন দেওয়া হলো, ওই গাড়িতে কি যাত্রী নেই, শিশু নেই, ওখানে কি ছাত্রছাত্রী নেই, ওই আগুনে যারা পুড়বে, আহত হবে বা মারাও যেতে পারে, তার দায়িত্বটা কে নেবে?

একটা গাড়ি অ্যাক্সিডেন্টে, একটা মানুষ মারা গেল বলে আরও ১০/ ১৫টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া হলে যদি গাড়িতে থাকা যাত্রী-ড্রাইভার, আহত বা কেউ নিহত হয় সে দায়িত্বটা কারা নেবে ?প্রধানমন্ত্রী বলেন, রাস্তায় চলার সময় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে।

যেখান-সেখান থেকে রাস্তা পার হতে গেলে অ্যাক্সিডেন্ট হবেই।প্রত্যেকটা জায়গায় রাস্তা পারাপারের জায়গা নির্দিষ্ট করা আছে, সে নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পার হওয়া উচিৎ।একটা চলমান গাড়ি চট করে ব্রেক করতে পারে না, ব্রেক কষতে সময় লাগে।

প্রধানমন্ত্রী বলেন, রাস্তা পার হতে হঠাৎ করে দৌড় দেবে, তার পর অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্ট হলেই রাস্তায় লোক নেমে গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, এটি কী ধরনের কথা ? একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তাকে বাঁচানোর চেষ্টা না করে, তার সেবা না করে লাঠিসোটা নিয়ে নেমে পড়ল বাকি গাড়ি ভাঙতে এবং আগুন দিতে।

প্রধানমন্ত্রী বলেন চালকদের উদ্দেশে বলেন, তাদেরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।আমাদের জনসংখ্যা অনেক বেশি।স্বাভাবিক ভাবে সেখানে গাড়ি চালাতে গেলে সঠিক ভাবে প্রশিক্ষিত হতে হবে।সরকার ড্রাইভিং প্রশিক্ষণের জন্য একবারে উপজেলা পর্যায় পর্যন্ত ট্রেনিং দিচ্ছে, এমন কি সব কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানেও ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

IPCS News : Dhaka :