শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ; প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | নভেম্বর ২১, ২০২১

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারকচক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।এসময় আসামীদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ, ৯টি মোবাইল ফোন সেট, ১৬টি ভুয়া নিয়োগপত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানরগীর বোয়ালিয়া মডেল থানার মোঃ আদিলুজ্জামান আদিলের ছেলে মোঃ মোহসিইউ জামান অমি (৩০), রাজপাড়া থানার বহরমপুরের মোঃ রিয়াজুল ইসলামের ছেলে মোঃ রিদুয়ান ইসলাম রুপ (২১), রাজশাহী জেলার বাগমারা থানার পশ্চিম পালোপাড়ার মোঃ আবুল কাসেমের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৫), বগুড়া জেলার গাবতলী থানার সাহবাসপুর গ্রামের মোঃ রঞ্জু মিয়ার ছেলে মোঃ রাব্বি হাসান (২৮), ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দাশরা খানপাড়ার মোঃ এমদাদুল হকের ছেলে মোঃ আরাফাত হোসেন শুভ (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, কতিপয় ব্যক্তি নর্দান ইলেকট্রিসিটি এন্ড সাপ্লাই লিমিটেড (নেসকো) এর বিভিন্ন পদে চাকুরির জন্য সাধারণ জনগণের নিকটে টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করছে।ঢাকা মহানগরীর মুগদা থানার উত্তর মুগদাপাড়ার মোঃ রইচ উদ্দিন মুন্সির ছেলে মোক্তাল হোসেন মোতালেব (৫৩)এর এমন অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজ হওয়া পরপরই আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই সহ আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে।

পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাহাবুল ইসলাম ও তার টিম গতকাল ১৯ নভেম্বর ২০২১ সকাল ১০ টা হতে বেলা আড়াইটা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর উপ-শহর এলাকা হতে আসামী মোঃ মোহসিইউ জামান অমি (৩০) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় হতে অন্যান্যদের গ্রেফতার করেন। এসময় আসামীদের অফিস হ’তে প্রতারণার কাজে ব্যবহৃত ০৪টি ল্যাপটপ, ০১টি ডেস্কটপ, ০১টি প্রিন্টার, নেসকো লিমিটেড এর বিভিন্ন পদে চাকুরির ১৬টি ভুয়া নিয়োগপত্র, ২৪টি স্ট্যাম্প, নেসকো কোম্পানীর লোগো সম্বলিত ব্যানার ১টি, ভোটার আইডি কার্ড ২০ টি, মোবাইল ফোন সেট ৯টি, ১টি মোটর সাইকেল উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, আসামী মোঃ মোহসিইউ জামান অমি নিজেকে নেসকো লিমিটেড এর সহকারী প্রকৌশল হিসেবে পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রগুলো চাকুরি প্রত্যাশীদের প্রদান করে টাকা নিতো।

আসামী মোঃ রিদুয়ান ইসলাম কম্পিউটার প্রশিক্ষক ও নিয়োগপত্র তৈরির কাজগুলো করতো এবং অন্যান্য আসামীরা প্রতারণার কাজে সহায়তা করতো।আসামীরা ভুয়া নিয়োগপত্র তৈরি করে সাধারণ জনগণকে জাল জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে টাকা আত্মসাৎকারী চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

IPCS News : Dhaka : আর এম পি নিউজ : রাজশাহী।