শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু ২

আপডেটঃ ৫:১৭ অপরাহ্ণ | নভেম্বর ১৪, ২০২১

নিউজ ডেস্কঃ

একদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে ২জনের মৃত্যু হয়েছে।চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯ টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি জানান।তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় চাপাইনবাবগঞ্জ জেলার ১ ব্যক্তি করোনা উপসর্গে মারা যান।অন্যদিকে রাজশাহীর আরেক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।তাদের দুজনের বয়স ৫৫ থেকে ৬৫ বছরর মধ্যে ছিল।গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩ জন।হাসপাতাল ছেড়ে গেছেন ১১ জন।করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ২৫ জন।এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩ জন।তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৫ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি।

তবে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮০ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৩ শতাংশ।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।