বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেটঃ ৩:০০ অপরাহ্ণ | নভেম্বর ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারী নেতাকর্মীরা।মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের শিবপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা রাস্তায় বসে ও শুয়ে প্রতিবাদ জানান এবং নজরুল হটাও, পুঠিয়া–দুর্গাপুর বাঁচাও, নজরুল ভুয়া সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।অবস্থান কর্মসূচির কারণে প্রায় ৩০ মিনিট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।

এতে দূরপাল্লার বাসসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল একজন অযোগ্য প্রার্থী।তারা দাবি করেন, ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের বিপক্ষে টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী ডা. মনসুর রহমানের সঙ্গে “আতাত” করেছিলেন বলেও অভিযোগ করেন তারা।এ অভিযোগে কেন্দ্রীয় বিএনপি তখন তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল বলে নেতাকর্মীদের দাবি।নেতাকর্মীরা আরও বলেন, গত ১৭ বছর দলের কর্মসূচির ধারে-কাছেও আসেননি নজরুল ইসলাম মন্ডল।

দুঃসময়ে দলের কর্মসূচিতে অংশ নেননি, নেতা-কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এবং সাধারণ মানুষের সঙ্গেও তার সম্পর্ক ছিল না।

IPCS News : Dhaka :  : রাজশাহী।