রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
আপডেটঃ ২:০৭ অপরাহ্ণ | ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় মনোগোল সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি)।বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) চরমাজারদিয়ার বিওপি দামকুড়া থানার পূর্বপাড়া আমবাগানে হানা দেয়।
হানার সময় পালানোর চেষ্টা করলেও দামকুড়া থানার হরিপুরের চরমাজারদিয়ার গ্রামের মোঃ মাইন উদ্দিন শেখের ছেলে চোরাকারবারী মোঃ মোরশালিন শেখ (২৪) কে আটক করা হয়।তার কাছ থেকে ১৯ বোতল ভারতীয় মনোগোল সিরাপ জব্দ করা হয়েছে।আটককৃত চোরাকারবারী ও জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে বলে সোমবার প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন বিজিবি কর্মকর্তা।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

