সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

আপডেটঃ ২:২৯ অপরাহ্ণ | ডিসেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর)দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।স্ট্যাটাসে তিনি দাবি করেন, এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলার কমিটি ঘোষণা করে কেন্দ্র।এর পর থেকেই তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যায়িত করে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে।

মোতালেব হোসেন তার ফেসবুকে লেখেন, সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তিনিই তাকে পদ দিয়েছেন।আমরা দেখেছি, ইমরান ইমনের সঙ্গে সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।অনেকবার বিষয়টি জানালেও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি।এর মানে তিনিও জড়িত।

তিনি আরও লেখেন, রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।যোগাযোগ করা হলে মোতালেব হোসেন বলেন, সারজিস আলমকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি।সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।বিষয়টি নিয়ে জানতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আর সারজিস আলমের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।এনসিপির রাজশাহীর রাজনীতিতে ইতিমধ্যেই জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।এবার সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করায় দলীয় সংকট আরও গভীর হলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।