রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রহনপুর-ঈশ্বরদী কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপ আহত ৪

আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | ডিসেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

রহনপুর থেকে ঈশ্বরদীগামী চলাচলকারী ঈশ্বরদী কমিউটার ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।এতে ট্রেনের একাধিক জানালার কাঁচ ভেঙে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ঘটনায় ৩ থেকে ৪ জন যাত্রী আহত হয়েছে।শুক্রবার  সন্ধ্যার দিকে ট্রেনটি রহনপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে হঠাৎ করে কয়েক দফা পাথর নিক্ষেপ করে দূর্বৃত্গরা।মুহূর্তেই ট্রেনের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়।এসময় জীবন বাঁচাতে অনেক যাত্রী আসন ছেড়ে নিচে শুয়ে পড়েন।

যাত্রীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে,রেলওয়ে পুলিশ ও আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।যাত্রীরা অভিযোগ করে বলেন, রহনপুর-রাজশাহী রুটে আগেও একাধিকবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।কিন্তু স্থায়ী প্রতিকার না হওয়ায় বারবার এমন ঝুঁকির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

তারা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।পশ্চিম রেলের মহাব্যবস্থাক ফরিদ আহমেদ বলেন,বিষয়টি খুবই দুঃখ জনক।ঘটনাটি জানার পর পরই বিষয়টি তদন্তের জন্য কমিটি করা হয়েছ এবং যাত্রী নিরাপত্তা জোরদার করা হয়েছে।এছাড়া দোষীদের ধরতে এলাকাভিত্তিক নজরদারি জোরদার করা হয়েছে। 

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।