মনোহরদীতে নোংরা পরিবেশে খাবার উৎপাদন: ইমন বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আপডেটঃ ১২:০৯ অপরাহ্ণ | ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজীব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারির নোংরা অবস্থা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়।কর্মকর্তাদের মতে, এসব খাদ্য স্থানীয় ভোক্তা ও স্কুলগামী ছোট শিশুদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আসছিল।
অভিযানে দেখা যায়, বেকারির মেঝে ছিল অপরিষ্কার, ব্যবহৃত যন্ত্রপাতির অবস্থাও ছিল নোংরা, আর কর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ ছাড়াই খাবার উৎপাদন করছিলেন।এমন পরিবেশে প্রস্তুতকৃত খাদ্য স্থানীয়দের মাঝে পেটের ব্যথা, ডায়রিয়া এবং বমিভাবসহ বিভিন্ন পানি বাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছিল বলে কর্মকর্তারা জানান।
স্বাস্থ্যঝুঁকি ও আইন লঙ্ঘনের কারণে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯”-এর বিভিন্ন ধারায় ইমন বেকারির মালিককে জরিমানা করা হয়।অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ।এছাড়া সহযোগিতায় ছিলেন মোঃ সুফি পারভেজ ও মনোহরদী থানার পুলিশ সদস্যরা।
IPCS News : Dhaka : মো তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

