রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভিভিআইপি তালিকায় খালেদা জিয়া, প্রজ্ঞাপন জারি

আপডেটঃ ১১:১৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়, যা সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে জানানো হয় যে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সিদ্ধান্তের ফলে তার নিরাপত্তায় বাড়তি সুরক্ষা ও বিশেষ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সরকারি সূত্র বলছে, তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণাটি কার্যকর হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সংস্থাগুলো বাড়তি নজরদারি শুরু করেছে।

এদিকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগতে থাকা খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার ও দলের নেতারা বলছেন, তার উন্নত চিকিৎসা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

IPCS News : Dhaka :