রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পুলিশ এখন সংগঠিত:- নির্বাচনকে সামনে রেখে পররাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা

আপডেটঃ ১১:১৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

রংপুরে এক মতবিনিময় সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নসহ নানা বিষয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতার মূল ভিত্তি হচ্ছে আইনশৃঙ্খলা এবং শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। তার বক্তব্যে উঠে আসে, পুলিশ বাহিনী ইতোমধ্যে নিজেদের সংগঠিত করেছে এবং সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও নির্বাচনকে আদর্শ নির্বাচন হিসেবে দেখতে চান, আর এ কারণে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা জরুরি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, উন্নত বিশ্বে এ দুই খাতেই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে এখনো পিছিয়ে। তিনি বলেন, জরুরি সমস্যাগুলো মোকাবিলায় স্বল্প সময়ে সাড়ে তিন হাজার নার্স ও তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে এবং এ খাতে বাজেটও বাড়ানো হয়েছে, যার সুফল আগামী বছর থেকে দৃশ্যমান হবে। নতুন প্রকল্পগুলো ভবিষ্যত সরকার ধরে রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে আলু রপ্তানি প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে, তবে এটি সহজ নয়। কারণ পৃথিবীর খুব কম দেশ নিয়মিত আলু আমদানি করে; বিশেষ পরিস্থিতি ছাড়া বেশিরভাগ দেশ আমদানিতে আগ্রহী নয়। তিনি আরও বলেন, শ্রমশক্তি বিদেশে পাঠানোর ক্ষেত্রে দক্ষতার অভাবে দেশের কর্মীরা কম বেতন পান। বিশেষ করে বিদেশে নার্সের বিপুল চাহিদা থাকলেও দক্ষতা অর্জন না করায় সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।

রংপুর অঞ্চলের দেশি গরুর উচ্চমানের মাংসের বাজার চাহিদা উল্লেখ করে তিনি জানান, ঢাকাতেও এই গরুর মাংস বেশ জনপ্রিয়। তাই প্রাণিসম্পদ বিভাগ চাইলে এ খাতে বড় ধরনের উদ্যোগ নিতে পারে। তার মতে, এটি কৃষক ও দেশের অর্থনীতির জন্য লাভজনক হতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

IPCS News : Dhaka :